ফুটবল খেলছেন সাকিব!

৯ নভেম্বর, ২০১৯ ১৩:৫৭  
সাকিব আল হাসান ইতিমধ্যে পিচে ফিরেছেন। তবে ক্রিকেটে নয়। ফুটবল মাঠে। শুক্রবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কোরিয়ান একটি দলের বিপক্ষে ফুটবল খেলেছেন দেশ সেরা এ ক্রিকেটার। সামাজিক ফুটবল ক্লাব ফুটি হ্যাগসের হয়ে এদিন মাঠে নামেন সাকিব। প্রীতি এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দ্যা কোরিয়ান এক্সপার্ট টিম। ম্যাচটিতে বেশ কজন পেশাদার ফুটবলার নিয়ে গঠিত সাকিবের দল ফুটি হ্যাগস জয় পায় ৩-২ গোলের ব্যবধানে। এর পর থেকেই সাকিবের ফুটবল জার্সি পরা ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, বাজিকরের প্রস্তাব আইসিসিকে না জানানোয় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান।  তাই ২০২০ সালের ২৮ অক্টোবর পর্যন্ত বিশ্রামেই থাকতে হচ্ছে দেশসেরা ক্রিকেটারকে।